ঢাকা (রাত ৮:৪১) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাদুল্লাপুরে পিস্তল-ম্যাগজিন-গুলি জব্দ, গ্রেফতার ১

সাদুল্লাপুরে পিস্তল-ম্যাগজিন-গুলি জব্দ, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা, গাইবান্ধা আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা, গাইবান্ধা Clock রবিবার সকাল ১১:২০, ৪ জুন, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় নজরুল ইসলাম প্রধান (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জুন)  গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিন্না খাঁ নামের এক কৃষকের মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় নজরুল ইসলামের দেহ তল্লাশি করে কালো রঙের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ডিবির ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT