ঢাকা (বিকাল ৩:১০) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

বিদ্যুৎস্পৃষ্ট

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock বৃহস্পতিবার সকাল ১১:৩০, ১৭ আগস্ট, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরু মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরু মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্বজনরা জানায়, ওই সময় হিরু মিয়া জমিতে সেচ দেওয়ার জন্য মোটরপাম্প চালু করেন। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেলে মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ ঠিক করছিল। এই মুহূর্তে আবারও বিদ্যুৎ চলে আসলে তারের সংস্পর্শে স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে হিরু মিয়া মারা যান।
এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক ফকির বলেন, অসাবধান বসত: বিদ্যুৎস্পৃষ্টে হিরু মিয়া মারা গেছেন। এমন ঘটনা খুবই দুঃখজনক।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT