ঢাকা (বিকাল ৩:৩০) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাদুল্লাপুরে ছুরিকাঘাতে ৩ ব্যক্তিকে হত্যার চেষ্টা, আটক ১

আসাদুজ্জামান খন্দকার আসাদুজ্জামান খন্দকার Clock বৃহস্পতিবার রাত ১০:১০, ২৭ জুলাই, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ ব্যক্তি মারাতক আহত হয়েছেন। তাদের হত্যার চেষ্টার ঘটনায় এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়ায় গিয়ে এ তথ্য জানা গেছে। এসময় ভুক্তভোগি পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

 

আহতরা হলেন- সদরপাড়া গ্রামের তাজুল ইসলাম (৩৮), নবীর হোসেন (২৬) ও হিংগারপাড়া গ্রামের তারা ফকির (৫০)। এদেরকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। এ ঘটনায় আহত তাজুল ইসলামের স্ত্রী রেশমা বেগম বাদি হয়ে গত ২০ জুলাই তারিখে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

জানা যায়, ওই ইউনিয়নের সাদিপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম সাজুর ছেলে সোহরাফ হোসেন, সিহাব হোসেন ও আসাদ হোসেন গংদের সঙ্গে সদরপাড়া গ্রামের তাজুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১২ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে তাজুল ইসলাম সদরপাড়াস্থ সাহেদ মিয়ার দোকানে চা পান শেষে বাহিরে বের হচ্ছিল। এরই মধ্যে সোহরাফ হোসেন গংরা দলবল নিয়ে তাজুল ইসলামকে আক্রমন করে লাঠি-রড ও ধারালো ছুরি দিয়ে উপর্যপরি আঘাত করতে থাকে। এসময় প্রতিবেশী নবীর হোসেন ও তারা ফকির এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত যখম করা হয়। এরপর স্থানীয় হারুন ও আতিকুরসহ আরও অনেকে আহতদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সহযোগিতা করেন।

এ তথ্য নিশ্চিত করে মামলার বাদি রেশমা বেগম বলেন, আমার স্বামী ও স্বজনদের হত্যার উদ্দেশ্যে সোহরাফ হোসেন গংরা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আর এই হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করছে। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

এ ব্যাপারে অভিযুক্ত সোহরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যার চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT