ঢাকা (সকাল ৯:৪৬) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

গোপনীয়তার নীতি

মেঘনা নিউজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে অনুমোদনের জন্য আবেদিত একটি সংবাদমাধ্যম। আপনি যখন মেঘনা নিউজ ওয়েবসাইট ভিজিট করবেন, তখন আমরা আপনার ব্যক্তিগত তথ্যাবলির সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখব।

আপনি আপনার ব্যক্তিগত কোনো তথ্যাবলি প্রদান না করেও এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। তবে, আপনি যদি এই পোর্টালে প্রকাশিত কোনো নিবন্ধে আপনার মতামত প্রকাশ করতে চান, তাহলে আপনাকে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের জন্য আপনার কিছু তথ্য আমরা সংগ্রহ করব। এ ছাড়া যদি আপনি আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে ইচ্ছুক থাকেন, সে ক্ষেত্রে আমরা সে তথ্যাবলি সংরক্ষণ করব এবং আইনি বাধ্যবাধকতা না থাকলে সেটি তৃতীয় কোনো পক্ষকে সরবরাহ করব না। তবে মেঘনা নিউজ কর্তৃক সংগৃহীত তথ্যাবলি কেবল দাপ্তরিক উদ্দেশ্যে, অভ্যন্তরীণ পর্যালোচনা, ওয়েবসাইটের কনটেন্টের মানোন্নয়নের জন্য ব্যবহৃত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে আপনার তথ্যাবলি ব্যবহার করা হবে না।

পোর্টাল ব্যবহারকারী ই-মেইল অথবা ফরম পূরণে যেসব তথ্য বিনিময় করে থাকেন, তাদের গোপনীয় তথ্য, যেমন: নিরাপত্তা পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর প্রদান না করার জন্য অনুরোধ করা হচ্ছে। মেঘনা নিউজ এ ক্ষেত্রে এ ধরনের তথ্যের অপব্যবহার বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।

নিবন্ধন ছাড়াও আপনি যখন এ পোর্টালের মাধ্যমে ই-মেইল, কোনো জরিপে অংশগ্রহণ করবেন অথবা যোগাযোগের ক্ষেত্রে কোনো তথ্য প্রদান করবেন, সে ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যাবলি সংগ্রহ করা হতে পারে। এগুলোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।

এই পোর্টালটিতে সময়ে সময়ে অন্যান্য ওয়েবসাইটের লিংক দেওয়া হয়ে থাকে। আপনি যখন এ ধরনের লিংক ব্যবহার করে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করলে সে ক্ষেত্রে নতুন সাইটের গোপনীয়তার নীতিমালাই প্রযোজ্য হবে।

কোনো প্রকার নোটিশ ছাড়া মেঘনা নিউজ কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা সংশোধন করতে পারবে। অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীদের নোটিশের মাধ্যমে জানাতে পারবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়, তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।

আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সদস্য কর্তৃক প্রকাশিত সংবাদের বা পোষ্টের দায়ভার মেঘনা নিউজ কর্তৃপক্ষের নয়।

মেঘনা নিউজ

© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT