ঢাকা (সকাল ৬:০৩) বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থান কমিটির সেক্রেটারি পদে রবিন চৌধুরীকে চায় এলাকাবাসি

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সন্ধ্যা ০৬:২৪, ৫ জানুয়ারী, ২০২৬

দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থান কমিটির সেক্রেটারি পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিন চৌধুরীকে দেখতে চায় এলাকাবাসি। তিনি মরহুম আলহাজ্ব লতিফ চৌধুরীর সুযোগ্য সন্তান এবং একজন পরিচিত সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রবিন চৌধুরীকে নিয়ে একটি লেখা প্রকাশ হলে সেখানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অল্প সময়ের মধ্যেই দাউদকান্দির শত শত মানুষ তার পক্ষে লাইক ও মন্তব্য করেন। মন্তব্যগুলোতে অনেকেই উল্লেখ করেন, রবিন চৌধুরীকে যদি দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থান কমিটির সেক্রেটারি করা হয়, তবে কবরস্থানের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে এবং কবরস্থানের অর্থ তার কাছে নিরাপদ থাকবে।

এ বিষয়ে এলাকাবাসির মধ্যে মতামতে নিয়ে জানা যায়, শতাধিক ব্যক্তির মধ্যে প্রায় ৯০ শতাংশই রবিন চৌধুরীর পক্ষে মত দেন। তারা জানান, তার সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা কবরস্থান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এলাকাবাসি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাবেক এক সেক্রেটারি প্রায় ২৪ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলেও এখনো সেই অর্থ উদ্ধার হয়নি বলে দাবি করেন তারা।

এই প্রেক্ষাপটে এলাকাবাসির প্রত্যাশা—রবিন চৌধুরীকে সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হলে কবরস্থানের অর্থনৈতিক স্বচ্ছতা বজায় থাকবে এবং কবরস্থানের অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

উল্লেখ্য, পদাধিকার বলে এই ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি হন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT