কুমিল্লা-১ আসনে তরুণ প্রজন্মের আস্থা ড. মারুফে
হোসাইন মোহাম্মদ দিদার
শনিবার রাত ১১:৫০, ৩ জানুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন ড.খন্দকার মারুফ হোসেন। শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তি ও আধুনিক রাজনৈতিক চিন্তাধারার কারণে এ আসনের তরুণ ভোটারদের আস্থার প্রতীক হিসেবে তাকে দেখছেন অনেকেই।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় থাকা ড.খন্দকার মারুফ হোসেন তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের বিষয়ে জোরালো বক্তব্য দিয়ে আসছেন। তার এসব উদ্যোগ ও ভাবনা তরুণ সমাজকে আশাবাদী করে তুলেছে।
দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে ড.খন্দকার মারুফ হোসেন বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উপর। তাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
স্থানীয় তরুণ ভোটাররা জানান, রাজনীতিতে নতুন নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা ড.খন্দকার মারুফ হোসেনের প্রতি আস্থা রাখছেন। তাদের মতে, তিনি যদি নির্বাচন করে নির্বাচিত হয় তাহলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কুমিল্লা-১ আসনে তরুণ ভোটারদের বড় অংশ ড.খন্দকার মারুফ হোসেনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হলে এই আসনে তার পক্ষে কাজ করার জন্য অধির আগ্রহে বসে আছে।


