আমেরিকা থেকে ছুটে এসে ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মোহাম্মদ মুছা
স্টাফ রিপোর্টার
শুক্রবার রাত ০৮:৫৩, ২৩ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষের প্রচারণা জোরদার করতে আমেরিকা থেকে দেশে এসেছেন দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তিনি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
দলীয় সূত্র জানায়, মোহাম্মদ আবু মুসা অতীতের প্রতিটি জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে সম্মুখসারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি বারবার জীবনবাজি রেখে মাঠে থেকেছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।
প্রচারণাকালে মোহাম্মদ আবু মুসা বলেন,
“দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আজ আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একজন সৎ, অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতা। এই আসনে ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।”
তিনি আরও বলেন,
“আমি প্রবাসে থাকলেও দলের দুঃসময়ে কখনো দূরে থাকিনি। নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোকে আমি নিজের দায়িত্ব মনে করি।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রবাসী নেতাদের এমন সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে।


