ঢাকা (বিকাল ৪:১৭) রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : ড.খন্দকার মারুফ

লোকমান হোসাইন (দাউদকান্দি) কুমিল্লা লোকমান হোসাইন (দাউদকান্দি) কুমিল্লা Clock রবিবার দুপুর ০২:২৬, ২৫ জানুয়ারী, ২০২৬

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মারুফ হোসেনের পক্ষে তার কনিষ্ঠ পুত্র বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের উদ্যোগে খন্দকার মারুফ ভিলা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ—এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

 

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সত্য তুলে ধরলে গণতন্ত্র শক্তিশালী হয়।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সার্বিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, নির্বাচন, উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং সহ জনগণের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। ড. খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন সরকার, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপি সদস্য সচিব কাউছার আলম সরকার, কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মামুন ভূঁইয়াসহ বিএনপি নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT