ঢাকা (সকাল ১০:৩০) শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ৪, আহত ২০

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ০৯:২৯, ৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত তা বাসে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় ও আহত ২০জনকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সেসহ কুমিল্লা ও ঢাকায় প্রেরন করা হয়েছে৷

 

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে ও দাউদকান্দি মডেল থানা পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT