তিতাসে আওয়ামী লীগ নেতা বাহার আটক
নিজস্ব প্রতিনিধি
শুক্রবার সন্ধ্যা ০৭:৫১, ২ জানুয়ারী, ২০২৬
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. হাবিবুল বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হারাইকান্দি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল বাহার ওই গ্রামের মৃত মোঃ আরশাদ মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার উপপরিদর্শক আবুল বাষার।
তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামী হাবিবুল বাহারকে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।


