দাউদকান্দিতে মাদককারবারী মামুনকে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
শনিবার রাত ০১:৫৩, ২৬ জুলাই, ২০২৫
দাউদকান্দিতে পুলিশের তালিকাভুক্ত অপরাধ জগতের হোতা আল-মামুন (২৮) নামের এক মাদককারবারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নির্ভরযোগ্য সূত্রে জানায়, শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মামুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্বৃত্তদের কোপে গুরতর আহত আহত ব্যক্তি আল-মামুন ঘটনাস্থলেই মারা গেছেন।
পরে পুলিশ তার মরদেহ দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসে।
মডেল থানার( ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,” দুর্বৃত্তদের কোপে নিহত ব্যক্তির পরিচয় পাওয়ায় গেছে। সে তিতাস উপজেলার শোলাকন্দি গ্রামের বাসিন্দা। মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানাসহ বিভিন্ন থানায় ২১ টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকায় তাকে কুপিয়ে গুরতর আহত করে দুর্বৃত্তরা। পুলিশ তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশাকরি খুব দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারব আমরা।”
নিহত আল-মামুন প্বার্শবর্তী তিতাস উপজেলার শোলাকন্দি গ্রামের বাসিন্দা ও মোশাররফ হোসেন ওরফে মুকবিল মেম্বারের ছেলে।