কুমিল্লা-১ আসনে বিএনপির দুই প্রার্থী পিতা-পুত্রের মনোনয়ন বৈধ
হোসাইন মোহাম্মদ দিদার
শুক্রবার বেলা ১২:৪৮, ২ জানুয়ারী, ২০২৬
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশারফ হোসেন ও পুত্র ড. খন্দকার মারুফ হোসেনের দাখিলকৃত উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু.রেজা হাসান।
শুক্রবার( ২ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের মনোনয়নপত্র বৈধ বলে জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান। ফলে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাদের অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে।তারা আরো জানায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশনের ঘোষণায় বিএনপির প্রার্থীদের অবস্থান আরও শক্তিশালী হলো।


