নিজে বদলালে সমাজ বদলে যাবে: সমাজ বদলে গেলে দেশ বদলে যাবে
এইচএম দিদার
বৃহস্পতিবার ১২:৫৮, ২২ এপ্রিল, ২০২১
“Ego” মারাত্মক এক রোগ। যা আমাদের দেহের রন্দ্রে রন্দ্রে প্রবেশ করে আছে। Egoless মানুষ হয় কী?
যে যেই পেশায় আছে এই Ego এর কারণে তার পেশাদারিত্ব্যের ভাব ফুটে ওঠে-আপনাআপনি।
যাদের Ego নাই,তারা মানুষ। যাদের Ego আছে তারা কী মানুষ নয়?
সম্প্রতি ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ডাক্তারদের বাদানুবাদের সমালোচনা নিয়ে মিডিয়া পাড়ায় ঘুম নেই। বিস্তর আলোচনা চলছে।এর মধ্য ইতিবাচক ও নেতিবাচক সমালোচনাও আছে।
আমাদের স্বভাবে মিশে গেছে ক্ষুদ্র ঘটনাকে মুহুর্তেই হাততালি দিয়ে রঙ ছিটিয়ে বৃহৎ আকারে দাঁড় করায়ে আনন্দে মেতে উল্লাস করি।
এটা মোটেও ঠিক না। কে কী করছে? কে কী বলছে সে দিকে না তাকিয়ে আমাদের উচিত আমরা যার যার অবস্থান থেকে নিজেরা সংশোধিত হই। Ego থেকে বের হয়ে আসতে হবে সকলকে।
যার যার পেশা তার তার কাছে সম্মানের।হোক দিন মুজুর,হোক সুইপার হোক আমলা- কামলা।
যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে যারা ছোট পদবী থেকে বড় পদবী নিয়ে চাকরি করেন তাদের সকলের থেকেই সকলের সেবা পাওয়ার আইনি অধিকার রাখে প্রতিটি মানুষ। এইজন্য রাষ্ট্র গঠিত হয়।
প্রজাতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা -কর্মচারীরা জনগণের স্রেফ সেবক মাত্র।
কারো পেশাকে ছোট করে দেখার অবকাশ নাই। সবার কাছে সবার পেশা মহৎ।
সকল পেশার মানুষই সকল পেশার মানুষকে সম্মান দেওয়া যায়,সম্মান দিতে হয় ।এতে করে যিনি সম্মান দাতা আর যিনি সম্মান গ্রহীতা উভয়ে উত্তম মন মানুষিকতার পরিচয় দিলেন।
এভাবেই আসুন বদলে যাই আমি-আপনি।তাহলেই বদলে যাবে সমাজ, বদলে যাবে দেশ।


