ঢাকা (সকাল ৬:২৬) শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হাতের রগ কাটলো দূর্বৃত্তরা

অন্যান্য ২১১৬ বার পঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার বিকেল ০৫:০৭, ২৫ এপ্রিল, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে রগ কাটলো দূর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালেয়র ছাত্র এসএসসি পরীক্ষার্থী জয়পুর গ্রামের মোঃ কিসলু শেখের ছেলে মোঃ সৌরভ শেখ(১৬) বুধবার সন্ধ্যায় জয়পুর পূর্বপাড়া মাদ্রাসার পাশে রাস্তার উপর দাড়িয়ে ছিলেন। এসময় কয়েজনে একটি শিশুকে মারপিট করছিলো। সৌরভ তাদেরকে শিশুটিকে মারপিট করতে নিষেধ করে। এসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে কুপিয়ে বাম হাতের উপর অংশের রগ কেটে দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে যশোর পঙ্গু হাসপাতালে তার অপারেশন করা হয়। জখম অবস্থায় পরীক্ষা দিচ্ছে সৌরভ।

 

সৌরভের পিতা মোঃ কিসলু শেখ জানান, জয়পুর গ্রামের নুর ইসলাম শেখ, নাজির মোল্যা, আরাফাত শেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনে সৌরভের উপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ হামলা চালায়।

তিনি লোহাগড়া থানায় এজাহার জমা দিয়েছেন বলে জানান। ভূক্তভোগী পরিবার সহ গ্রামবাসীরা দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT