ঢাকা (সন্ধ্যা ৬:৫৮) শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সজিব মিয়া, মেঘনা উপজেলা (কুমিল্লা) সজিব মিয়া, মেঘনা উপজেলা (কুমিল্লা) Clock শনিবার বিকেল ০৫:৫৬, ৩১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মো. মোশারফ হোসেন সরকারের ছেলে মো. সোহাগ (২৮)।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর বাজার এলাকার দড়িকান্দি গ্রামে সরকার বাড়ির মো. শহিদুল্লাহ মুন্সির ঘরের সামনে পুকুরের পাকা ঘাটলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই উপজেলায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে এর আগে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে।

 

এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT