ঢাকা (রাত ৮:৪২) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কাঁটাবনের অবলা প্রাণীদের কী হবে?

অন্যান্য ২৩২০ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বুধবার রাত ০১:২২, ১৪ এপ্রিল, ২০২১

গত বছর লকডাউনে দিনে দুই ঘণ্টা করে দুই বেলা দোকান খোলা রেখে পশু-পাখির পরিচর্যা করার অনুমতি থাকলেও আজ থেকে শুরু হতে যাওয়া লকডাউন নিয়ে অনিশ্চয়তা থাকার কথা জানিয়েছেন অ্যাকুয়া এন্ড পেটস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দিনে একটি নিদিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শাহবাগ থানায় লিখিত আবেদন জমা দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

জানতে চাইলে অ্যাকুয়া এন্ড পেটস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আতিয়ার রহমান রিপন বলেন, ‘দিনে একটি নিদিষ্ট সময়ের জন্য দোকানগুলো খোলার অনুমতির জন্য শাহবাগ থানায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত জবাব পাইনি।’

সাধারণ সম্পাদক বজলুর রহমান সিকদার বলেন, ‘প্রথম লকডাউনের মধ্যে আমরা দিনে দুইবার একটি নিদিষ্ট সময়ের জন্য দোকান খোলা রেখে পশু-পাখির পরিচর্যা করেছি। কাল থেকে লকডাউন হবে কঠোর। এতদিন প্রাণীগুলোর পরিচর্যা না করলে মারা যাবে। প্রতিদিনই এসব প্রাণীর যত্ন করতে হয়।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT