ড.মোশাররফের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন মেজর(অব.) মোহাম্মদ আলী
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা
শুক্রবার রাত ০২:০৭, ২ এপ্রিল, ২০২১
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে তার নির্বাচনী এলাকা দাউদকান্দি -মেঘনার সর্বস্তরের জনগণ বিএনপির এই প্রভাবশালী নেতার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দিতে দেখা গেছে অনেককেই।
দল-মত নির্বিশেষে সকলেই তার জন্য ও তার স্ত্রী বিলকিস হোসেন এর জন্য রোগ মুক্তি কামনা করে দোয়া চেয়েছেন।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগ মুক্তি কামনা করে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত পৌনে বারোটার দিকে একটি স্ট্যাটাস দেন।


