বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাচ্ছি আমরা!
নিজস্ব প্রতিনিধি
বুধবার ১২:৫৬, ১৭ মার্চ, ২০২১
এইতো সম্প্রতি জাতিসংঘের সুপারিশক্রমে বাংলাদেশ স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে।
এই সফলতা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়,এই সফলতা শুধু আ.লীগের একারও নয়। এই সফলতা কামার,কুলি মুজুর,মাছ বিক্রেতা,সবজি বিক্রেতা,ফুল বিক্রেতা,ফল বিক্রেতা,প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধা, কৃষাণ-কৃষাণীসহ ছোট-বড় ১৬ কোটি বাংলাদেশির।
এমনি করে দ্রুত উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত লাভ করুক বাংলাদেশ এটা চাই আমি,আমরা ও ১৬ কোটি মানুষ চায়।
এইতো আজ বুধবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উদযাপন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মানে স্বাধীন বাংলাদেশ হিসেবে ৫০ বছরে পদার্পণ করলো বাংলাদেশ। আজ সারাদেশে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানমালা ও কর্মসূচীর মধ্য দিয়ে ঘটা করে পালিত হবে হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম শুভ জন্মদিন।
বঙ্গবন্ধু শেখ মুজিব আজ বেঁচে নেই। কিন্তু তাঁর স্বপ্নগুলো আজো সতেজ, আজো প্রাণবন্ত। আজো বেঁচে আছে তাঁর স্বপ্ন।
তাঁর স্বপ্ন পরতে পরতে বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুর্বিনীত চিত্তে শির উঁচিয়ে সকল বাধা বিপত্তি ও প্রতিকূলতা ছাপিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক স্বপ্নের দেশ হিসেবে রুপান্তরের পথে। তাঁর হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় সমাসীন। বাংলাদেশের মানুষ আজ না খেয়ে মরে না। সকলেই তিন বেলা খেতে পারে। দারিদ্র বিমোচনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে অকল্পনীয়। অধরা স্বপ্ন ছিলো পদ্মা সেতু নির্মাণ ;সেই দু:সাধ্য স্বপ্নও আজ আলোর মুখ দেখছে, দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাস্তবায়ন হতে চলছে। জিডিপি সূচকে পাকিস্তানকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। মাথা পিছু আয়,গড় আয়ু ও প্রাথমিক শিক্ষাখাতেও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে পাকিস্তানকে পিছনে ফেলেছে আমাদের বাংলাদেশ।বৈদেশিক মুদ্রা রিজার্ভও দেশের ইতিহাসে রেকর্ড গড়েছে। তাঁর সুনিপুণ হাতের পরশে আজ সারা দেশের শহর,বন্দর,পল্লী গ্রামসহ সর্বত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন হয়েছে। কৃষিখাত ও বিদ্যুতোন্নয়নে এক বিপ্লব ঘটেছে। এখন দেশের কোথায় লোডশেডিং নেই। খবরের কাগজে এখন আর শিরোনাম হয় না-“লোডশেডিংয়ের দূর্বিসহ যন্ত্রণায় ভুগছে রাজধানীবাসি”। দেশের কোথায়ও কোথায়ও প্রায়শই লোডশেডিং কারণে আন্দোলনও হতো।
এই অভূতপূর্ব উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এই কৃতিত্বও শেখ হাসিনার একার নয়। এই কৃতিত্ব ও সফলতা ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত ধরেই অর্জন হয়েছে।তাই নির্দ্বিধায় বলতেই পারি এই কৃতিত্ব ও সফলতা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ কোটি বাংলাদেশির।
লেখক: হোসাইন মোহাম্মদ দিদার
(কবি ও সাংবাদিক)
দাউদকান্দি, কুমিল্লা।


