ভোরের পাখি
নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার দুপুর ০১:৪৬, ৯ মার্চ, ২০২১
ভোরের পাখি
মোঃ বুলবুল হোসেন
খোকা ঘুমায় পাড়া ঘুমায়
ভোর হলো ওঠোরে
ভোরের পাখি ডাকে তোমায়
খোকা আজ ছোটরে।
খোকা বাবু চেয়ে দেখো
মা তোমায় ডাকেরে,
খোকার হাসি দেখে বলবে
আজ মায়ে ডাকেরে।
মায়ের মুখে তাকিয়ে খোকা
খুশিতে নাচেরে,
মায়ের তখন খোকন সোনার
হাসিতে বাঁচেরে।


