ঢাকা (ভোর ৫:১২) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শীত নিয়ে কবিতা

অন্যান্য ২৪৫০ বার পঠিত
Panchagarh

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:১০, ১৬ জানুয়ারী, ২০২১

মাঘের ভয়ে বাঘে

মোঃ বুলবুল হোসেন

 

 

কিরে বাপু শীতে কাবো

এবার  পৌষে মাঘে,

বড়ো দাদা বলে গেল

মাঘের ভয়ে বাঘে।

 

রাস্তা ঘাট ডেকে দিয়াছে

মাঘের  হীম কুয়াশা,

মাঘের শীতে দাদু দিদার

এবার করুণ দশা।

 

হারিয়ে গেছে বোধ শক্তি

তিব্র শীতের চোটে।

এখন শুধু লেগে আছে

ঠক ঠকানি ঠোঁটে।

 

পৌষের শীতে খোকা-খুকি

এবার কোথায় যাবে,

খড়কুটা যে ভিজে আছে

উষ্ণ কোথায় পাবে।

 

অনাথ শিশু এবার শীতে

খুঁজে চলে বাসা,

মাঘের শীত কে খোকা বলে

তুই যে বড়ো পাষা।

 

 

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT