ঢাকা (ভোর ৫:৩৩) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আলো ছায়ার খেলা

অন্যান্য ২৩৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৪, ১৪ জানুয়ারী, ২০২১

আলো ছায়া

মোঃ বুলবুল হোসেন

 

 

 

শ্রমিক যদি না থাকে আর

তোমাদের মূল্য কই,

সবাই যদি মাস্টার তবে

কে নিবে জ্ঞানের বই।

 

ভালো থাকলে খারাপ থাকবে

জগৎ বুকে রীতি,

দানের নেশা সবার থাকলে

মরতো স্বার্থ নীতি।

 

আঁধার আছে বলেই আমরা

খুজি সবাই আলো,

আলো ছায়ার খেলার মাঝে

দূরে ফেলি কালো।

 

বজ্র বৃষ্টির আকাশ দেখি

সময় পরিবর্তন,

চন্দ্র সূর্য উজ্জ্বল তাঁরা

আকাশ বিবর্তন।

 

রোদ্র আছে বলেই আমরা

ছায়ার মূল্য বুঝি,

গাছ আছে বলেই তো আজ

শীতল মনের মাঝি।

 

দুঃখে যাদের জীবন গড়া

সুখ বুঝে না কভু,

দুঃখ কষ্টের নামি জীবন

শান্তি চাই যে প্রভু।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT