তোমার আমার ঘর
নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার রাত ১১:০৪, ২৫ মার্চ, ২০২১
তোমার-আমার ঘর
হোসাইন মোহাম্মদ দিদার
কষ্ট দিয়ে কিনেছি এই শহরে,
এই ঘর
কষ্ট দিবে দাও-তবুও আমায় করো না
তুমি পর।
কষ্ট দিয়ে কিনেছি এই ঘর সাজাতে আসবাবপত্র
ভালো না লাগলে-অবহেলায় ফেলে দিও না যত্রতত্র।
নিদারুণ কষ্ট দিয়ে কিনেছি এই আমি তোমায়
কথা দাও- কোনোদিন ছেড়ে যাবে না আমায়।


