ঢাকা (রাত ২:০৩) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

স্মৃতিময় কবিতা

অন্যান্য ২৫৬৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বেলা ১২:৫৯, ১২ জানুয়ারী, ২০২১

মধুর স্মৃতি

মোঃ বুলবুল হোসেন

 

 

 

বিকাল বেলায় দাদা বলে

জান একটু শোনে,

রাত্রি কালে তোকে আমি

ডাকতে পারি ফোনে।

 

ও দাদা ভাই কি হয়েছে

বলো আমায় খুলে,

হাজি বাড়ি যাবো আমরা

মধু আনবো তুলে।

 

ও দাদা ভাই ভয় লাগে যে

কি করে যাই বলো,

মৌমাছি যদি কামড়ে দেয়া

আগুন তুমি জ্বালো।

 

শুনছি আমি আগুন দিলে

মৌমাছি যায় চলে,

তোর সাথে যে থাকবো আমি

থাকবি গাছের তলে।

 

আগুন নিয়ে বড় দাদা ভাই

উঠে পরে গাছে,

আমায় বলে কাস্তে বালতি

রাখিস যেনো কাছে।

 

ধোঁয়া দিতেই মাছি গুলো

কেমন ছুটে চলে,

বড় দাদা ভাই আমায় বলে

বালতি দেনা তুলে।

 

বালতি ভর্তি মধু নিয়ে

গাছে থেকে নামে,

এতো মধুর স্মৃতি কথা

লিখে রাখবো খামে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT