ঢাকা (সকাল ১০:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ধর্মপাশায় পৃথক পৃথক কর্মসূচি পালিত

 মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ)  মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ১১:৫৩, ২৮ সেপ্টেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের দু্ই পক্ষের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা, জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।

ওইদিন বেলা দুইটার দিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও উপজেলা আওয়ামী লীগের অপর অংশের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আরফান আলী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি)  চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ। সভা শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে ওই অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান উদ্দিন তালুকদার।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমুর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও  সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সুশীল চন্দ্র সরকার,  আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান সেলি, সদর (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক এনাম, যুগ্ন-সম্পাদক সম্পাদক বেঞ্জির আহমেদ  উজ্জ্বল, উপজেলা যুবলীগের সহসভাপতি এম আর খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন, উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।

সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT