লোহাগড়ায় ৩২দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
ইকবাল হাসান মঙ্গলবার সন্ধ্যা ০৭:৫৬, ৩১ ডিসেম্বর, ২০২৪
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে তেলকাড়া ৩২দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান মঙ্গলবার রাতে তেলকাড়া গ্রামে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু প্রধান অতিথি, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ প্রধান বক্তা, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে এবং বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এর তত্বাবধানে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, যুবদল নেতা আমিন প্রমুখ।