আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতির ভোটে নির্বাচিতরা

ইকবাল হাসান
শুক্রবার দুপুর ০২:০৫, ২৮ মার্চ, ২০২৫
দীর্ঘদিন পর নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতির লিঃ এর ভোটে নির্বাচিতরা তাদের দায়িত্ব ফিরে পেলেন।
সূত্র জানায়, খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক এর আপিল আদালত ভোটে নির্বাচিত লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান কদর ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল শুভ্র ক্ষমতা ফিরে পেতে আপিল করেন। আপিল নং ০১/২০২৫।
মামলার বিবাদী ছিলেন জেলা সমবায় অফিসার(অঃদাঃ)। গত ২৫মার্চ বিজ্ঞ আদালত মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ সংক্রান্ত জেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নড়াইলের বিগত ১৯/১/২৫ তারিখের ৩৩নং আদেশটি /সিদ্ধান্তটি ন্যায়বিচার পরিপন্থি এবং আইনানুগ নয় মর্মে বাতিল করা হলো এবং বিগত ২৮/১২/২৪ তারিখে নির্বাচিত কমিটি বহাল করা হলো।
২৫/৩/২৫ রায় ঘোষণা করেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী।
উল্লেখ্য, বনিক সমিতির নির্বাচনে মোঃ এবাদত হোসেন সিকদার সভাপতি, মোঃ আসাদুজ্জামান কদর সাধারণ সম্পাদক ও মাজহারুল শুভ্র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কিন্তু ২৮/১২/২৪ তারিখে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়ে জেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্ব)নড়াইলের ১৯/১/২৫ তারিখের ৩৩নং আদেশে অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করার পরিপ্রেক্ষিতে এ আপিলের উদ্ভব হয়।
আরো উল্লেখ্য যে, ভোটারদের ভোটে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলেও প্রভাবশালী ও পরাজিতদের অপতৎপরতায় নির্বাচিতরা ক্ষমতাচূত ছিলো দীর্ঘদিন।