ঢাকা (সকাল ৭:২৯) শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় প্রভাব খাটিয়ে শিক্ষকের জমি দখল : প্রায় ত্রিশ বছর পর উদ্ধার

ইকবাল হাসান ইকবাল হাসান Clock মঙ্গলবার রাত ১০:৩১, ১ এপ্রিল, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমার ডাংগা গ্রামের ভূমিদস্যু খ্যাত শাহাদুল মেম্বর গং প্রায় ত্রিশ বছর যাবৎ একজন শিক্ষকের জমি অবৈধভাবে জবরদখল করে ভোগ করেছেন। ওই শিক্ষকের ৩৮শতাংশ জমি ৪৫হাজার টাকায় গ্রামের দুজন কৃষকের নিকট বন্দকও রেখেছেন। আওয়ামী ফ্যাসিস্ট আমলের প্রভাবশালী শাহাদুল মেম্বর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় বেকায়দায় পড়ায়

 

চলতি বছর ওই শিক্ষকের পরিবার ওই জমি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

 

অভিযোগে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের ধলাইতলা গ্রামের সৈয়দ নবাব আলীর ছেলে সৈয়দ হাসানুদোজা ১২৯ নং বারপাড়া মৌজার সাবেক দাগ ২৯৬০এর বাটা ৭২২৫ দাগে ১৯৯১ সালে শ্রী লক্ষ্মণ কুমার কুন্ডুর নিকট থেকে ৩৩৩৫ নং কবলা দলিল মুলে ৩৮ শতক জমি ক্রয় করে ভোগদখল করেন। কিছুদিন পর শিক্ষক সৈয়দ হাসানুদোজার মৃত্যু হলে তার ছেলেরা বয়সে ছোট এবং এলাকায় না থাকায় ১৯৯৫ সাল থেকে বেদখল হয়ে যায় ওই জমি।

 

কুমার ডাংগা গ্রামের ভূমিদস্যু ইতনা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহাদুল ওই জমি দখল করে বন্দক দিয়ে টাকা নিয়েছেন। বন্দক গ্রহণকারী মন্টু শেখ ও মোঃ শুকুর মিয়া বলেন, শাহাদুল মেম্বার নিজের জমি দাবি করে ২০ হাজার ও ২৫ টাকায় আমাদের কাছে বন্ধক রেখেছিলেন।

 

মন্টু শেখ বলেন, এ বছর আমি শিক্ষক হাসানুদোজার ছেলে অরেন্জকে তাদের প্রাপ্য ফসল দিয়ে দিয়েছি।

 

ধলাইতলা গ্রামের সৈয়দ হাসানুদোজার ছেলে সৈয়দ রাসেল আহমেদ অরেন্জ বলেন, দীর্ঘদিন এই জমি আমাদের হাতছাড়া ছিলো। ইতনা ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ পলাশ আলীর চেষ্টায় আমাদের জমি ফিরে পেয়েছি। ভূমিদস্যু চক্রের সহযোগি হলেন আবুল বাসার শেখ ওরফে বাবু মাষ্টার, আওয়ামীলীগের প্রভাবশালী আবুল হোসেন আবু, ইমদাদ শেখ। আমরা ওই ভুমি দস্যুদের বিচার চাই। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT