ঢাকা (দুপুর ২:২৭) শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলের লোহাগড়ায় এনপিপির কর্মী সভা অনুষ্ঠিত

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার সকাল ১১:০৪, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি’র) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সংগঠনের পৌরসভা কার্যালয়ে এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, এনপিপি নেতা ও সাবেক কাউন্সিলর শাহাদত শিকদার, নজরুল ইসলাম, বদিয়ার রহমান, রেজাউল করিম রিজুসহ প্রমূখ।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে-এ দাবী দেশের আমজনতার। তবে আশার কথা, এ বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ভোট আর রাতে হবে না। মানুষ নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এ জন্য সকলকে জাতীয়

নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে হবে। ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। কর্মীসভায় লোহাগড়া পৌর এনপিপির কমিটি গঠনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT