লোহাগড়ার বিদ্যাবিথী একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইকবাল হাসান
রবিবার সন্ধ্যা ০৬:৪৪, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
লোহাগড়ার শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিথী একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিথী একাডেমী চত্বরে শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা।
এসকে, ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জিল্লুর রহমান, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক এসমত আরা তুলি,অনুষ্ঠানে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক শারমিন খানম, মৌমিতা খানম,তৃষ্ণা রাণী।