পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লোহাগড়ায় উসরাত ডিজাইন-এর শুভ উদ্বোধন

ইকবাল হাসান
মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৯, ২৫ মার্চ, ২০২৫
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি ও শাড়ি, অরিজিনাল মনিপুরী তাঁতের শাড়ি, এবং এক্সপোর্ট কোয়ালিটির পুরুষ, মহিলা ও শিশুদের পোশাকের সমাহার নিয়ে নড়াইল-লোহাগড়া সহ সারা দেশের পোষাকপ্রিয় মানুষের জন্য উসরাত ডিজাইন নিয়ে এসেছে শৈল্পিক নকশা ও উন্নত মানের উপকরণের এক অনন্য সংমিশ্রণ।
নতুন উদ্যোক্তা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উসরাত জাহান ইমা পোষাক ক্রেতাদের ভিন্ন রকমের কিছু দেবার প্রয়াসে এ যাত্রা শুরু করেছেন।
এখানে পাবেন খাদি কাপড়ে হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি ও শাড়ি, কুমিল্লার খাদির সৌন্দর্য ও হ্যান্ড প্রিন্টের শিল্পকর্মের মেলবন্ধন, অরিজিনাল মনিপুরী তাঁতের শাড়ি, মনিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের আভা, প্রতিটি শাড়ি এক একটি শিল্পকর্ম। এক্সপোর্ট কোয়ালিটির পোশাক, পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ট্রেন্ডি ও টেকসই ডিজাইনের পোশাক।
নারী উদ্যোক্তা উসরাত জাহান ইমা জানান, উসরাত ডিজাইন শুধু পোশাকই নয়, এটি একটি শৈল্পিক অভিজ্ঞতা। আসুন, আমরা একসাথে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন উদযাপন করি।
খোজ নিয়ে জানা যায়, লোহাগড়ার ফয়েজ মোড়ে লিলিয়া সুপার মার্কেটে সাবেক কৃষি ব্যাংক ভবন এর নিচতলায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। ক্রেতারা সাধ্যের মধ্যেই এখানে পাবেন মনকাড়া ডিজাইনের ভালো মানের পছন্দের পোষাক।