ঢাকা (রাত ৮:৫১) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মানবিক বিয়ে পাপ নয়,পূণ্যের কাজ

অন্যান্য ২৩৪১ বার পঠিত

এইচএম দিদার এইচএম দিদার Clock শুক্রবার দুপুর ০২:৪৮, ৯ এপ্রিল, ২০২১

মহানবি(স.) ৯ টি মতান্তরে ১১ টি বিবাহ করেছেন।

উল্লেখ্যযোগ্য ১ টি বিবাহ ব্যতীত বাকী সবগুলো বিবাহ ছিলো মানবিক বিয়ে।বিভিন্ন মানবিক কারণে তিনি অসহায় নারীদের(আম্মাজানদের) অভিভাবকত্ব গ্রহণ করেছেন-আল্লাহর নির্দেশে।

পাশাপাশি সকল আম্মাজানদের সম- অধিকার নিশ্চিতকরণেও নবিজি(স.) ছিলেন যারপরনাই সজাগ ও সচেতন।

এতো সব মানবীয় গুণাবলীর কারণে আমাদের নবিজি(স.)-কে আল্লাহ পাক “ওয়াসুয়াতুন হাসানা” সর্বোচ্চ উত্তম চরিত্রগত সার্টিফিকেট প্রদান করেছেন।

অন্যদিকে নবিজীর জীবনের আদর্শ দিয়ে আমাদের জীবন রাঙানোর তাগিদ দিয়েছেন স্বয়ং আল্লাহ।

“হে নবি বলে দিন-তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও,আমার অনুসরণ করো,আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমুহ মাফ করে দিবেন। আল্লাহ অত্যান্ত ক্ষমাশীল ও দয়ালু।আল-ইমরান,আয়াত:৩১।”

অনেক কারণেই আপনি মানবিক বিয়ে করতে পারেন।এতে দোষ বা ভুলের কিছু নাই। আপনি চাইলে যে কাউকে মানবিক বিয়ের আহ্বান করতে পারেন।

নাজায়েজ এর কোনো অবকাশ নাই।

আমি আপনি হয়তো পারি না, জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসুল(স.)-কে অনুসরণ করার জন্য আল্লাহপাক তাগিদ দিয়েছেন।

যারা জীবনের সর্বক্ষেত্রে রাসুল(স.) এর আদর্শ বুকে লালন করে,রাসুলের বাতলে দেওয়া আদর্শ বা পথ জীবনের পরতে পরতে বাস্তবায়ন করে তারাই খাঁটি আশেকে রাসুল।তারাই খাঁটি মুমিন মুসলমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT