বিপিএলের জৌলুস বাড়াতে আরেকটি টি ২০ টুর্নামেন্ট
মেঘনা নিউজ ডেস্ক রবিবার সকাল ১০:৪৯, ২৪ নভেম্বর, ২০২৪
বিপিএলে দেশি ক্রিকেটারদের মান বাড়াতে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবার টি ২০ ফরম্যাটে হবে। চারদিনের ম্যাচের আসর শেষ হওয়ার পর সিলেটে ১১ থেকে ২৪ ডিসেম্বর চলবে টি ২০ টুর্নামেন্ট।
আট দল নিয়ে শুধু স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এনসিএলের টি ২০। ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাকি ১৪টি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব পেজ ও অ্যাপে।
শনিবার ঢাকার একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। আসরের প্লাটিনাম বা টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক, গোল্ড পার্টনার ওয়ালটন এবং সিলভার পার্টনার রিমার্ক-হারল্যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনহা, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারমান আর চৌধুরী, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল ইসলাম খান ও রিমার্ক-হ্যারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ।
টুর্নামেন্ট নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলের আগে এই টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ। আশা করি, ক্রিকেটাররা সে সুযোগ নেবে এবং নিজেদের মেলে ধরবে। টি ২০তে বাংলাদেশকে এগিয়ে নেবে।’
রিমার্ক-হ্যারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, ‘ক্রিকেট আমাদের পছন্দের খেলা। রিমার্ক বাংলাদেশের মানুষের প্রসাধনীর অভিজ্ঞতায় নতুন দিনের সূচনা করেছে। আশা করি এনসিএল টি ২০র সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ পথ পাড়ি দিতে পারব।’
আট দলের লিগ পর্বের খেলা হবে সিলেটে। প্লে অফের চার ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর ফাইনাল।