ঢাকা (রাত ১০:০৭) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নারায়ণগঞ্জে হোটেলে অবরুদ্ধ মামুনুল হক

অন্যান্য ২১১৮২ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার সন্ধ্যা ০৭:৩৩, ৩ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি হোটেলে অবরুদ্ধ হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তার সংগে একজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রয়েল হোটেল নামে একটি হোটেলের ৫০১ নম্বর কক্ষে ওই নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় প্রশাসন। এসময় নারীর পরিচয় জানতে চান তারা। মুমুনুল হক তাদের জানান, তিনি তার দ্বিতীয় স্ত্রী। এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিয়ের প্রমাণ চাওয়া হয়। তাৎক্ষনিকভাবে প্রমাণ দেখাতে পারেননি মামুনুল হক।

আপাতত তারা পুলিশের হেফাজতে আছেন এবং বিয়ের প্রমাণপত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন এমপি উপস্থিত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT