ঢাকা (রাত ৮:৫১) শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মানুভূতিতে আঘাত দিয়েছে যারা:তারা অতলেই তলিয়ে গেছে

অন্যান্য ২৩৫৪ বার পঠিত

এইচএম দিদার এইচএম দিদার Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৫৪, ৮ এপ্রিল, ২০২১

ধর্মানুভূতিতে আঘাত দিয়েছে যারা:তারা অতলেই তলিয়ে গেছে,এই তলানি থেকে তাদেরকে কোনো ডুবুরি-ই তুলতে পারে নাই।

এ দেশের ৯০ ভাগ মানুষ ধর্মপ্রাণ। এ দেশ লাখো মসজিদের দেশ। লাখো মুয়াজ্জিন সমস্বরে “আল্লাহুআকবর “ধ্বনিতে আকাশ -বাতাস মুখরিত করে। এ দেশের মানুষরা ধর্মের বুকে আঘাত আসলে এক ঝাঁকুনিতে সব ধরাশায়ী করে দেয়! ক্ষমতার মসনদও কাঁপিয়ে দেয়! এমন বহু ইস্পাতসম লোকেরাই ধর্মানুভূতিতে আঘাত করে বিলীন হয়ে গেছে। আর তুমি আমি তো হোমরা-চোমরা।

তোমরা বেখবর হতে পারো- কার জনপ্রিয়তার খরা হচ্ছে,কার জনপ্রিয়তায় জোয়ার হচ্ছে এসব আমরা জানি।

সময় হলে তোমরাও বুঝবে তখন আর কোনো দোহাই দিয়েই কূলে উঠতে পারবে না গো ভাই।

আবার ধর্মের দোহাই দিয়ে বহু লোক ক্ষমতায়ও আসীন হয়েছে।সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার মসনদও দখল করেছে কোনো কোনো দল।

এ দেশের বহু মানুষ দিন আনে দিন খায়,তারাও ধর্মের আদর্শ বুকে লালন করে।

মৃত্যুকালে তাদের কালেমা নসিব হয়।

এ দেশে অনেক উচ্চ শিক্ষিত লোক আছে,তারা ধর্মবিচ্যুতি। বুকে ধর্ম লালন করে না। তাদের মরণের সময় কালেমা নসিব হয় না।

আল্লাহ পাক হাজার হাজার ধর্ম থেকে শুধু একটি ধর্মকে নির্বাচন করেছেন।তা-হলো “ইসলাম”। ধর্ম নিয়ে অতিরঞ্জন করার বিষয়েও আল্লাহ নিষেধ করেছেন। তবুও আমরা ধর্ম নিয়ে কুটু্ক্তি করি,যারা ধর্মকে বুকে লালন করে ধর্মের রাহবার হয়ে ধর্মকে অক্সিজেন সাপোর্ট দেয়:তাদেরকে আমরা অপবাদ দিয়ে উল্লাস করে বুকে এক ধরনের সুখানুভূতি অনুভব করি।

পরিশেষ গ্রাম্য প্রবাদ দিয়ে বলছি,”এই দিন দিন না আরও দিন আছে,এইদিন নিয়ে দিবে সেইদিনের কাছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT