ঢাকা (সন্ধ্যা ৭:২২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশার মধ্যনগরে বসন্ত বিশ্বাস পাঠাগারের উদ্বোধন

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার রাত ১০:৩৮, ১২ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ও  ইটাউরী গ্রামের বাসিন্দা বসন্ত কুমার বিশ্বাসের নামানুসারে বসন্ত বিশ্বাস পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ইটাউরী গ্রামের সামনের মাঠে অবসর প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস এই পাঠাগারটির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেখানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক রমা পদ চক্রবর্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.রমা বিজয় সরকার। বসন্ত বিশ্বাস পাঠাগার পরিচালনা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ কুমার বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারি প্রধান শিক্ষক মনির উদ্দিন, মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, সাবেক সহকারি প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাসের ভাই হেমেন্দ্র কুমার বিশ্বাস,দৈনিক প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, শিক্ষানুরাগী এহসান তালুকদার, সমাজসেবক শামীম আহমেদ, মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মালাকার, মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি কাঞ্চন রায়,সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অসীম সরকার, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বিধান তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, জ্ঞানার্জনের অন্যতম সোপান হচ্ছে বই। আগামি সোনার বাংলা গড়তে হলে সবাইকে বেশি বেশি করে বই পড়তে হবে। আলোকিত মানুষগড়ার ক্ষেত্রে বই পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। মাদক ও সামাজিক নানা অবক্ষয় রোধে বইকে বর্তমান প্রজন্মের তরুণ তরুণী, যুবক-যুবতীসহ সকল শ্রেণিপেশার মানুষজনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT