ঢাকা (দুপুর ১২:০৩) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উদযাপিত

শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও Clock সোমবার সন্ধ্যা ০৭:০৫, ১৫ মার্চ, ২০২১

ঠাকুরগাঁওয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ সোমবার দুপুরে পৌরসভা হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এসময় বিশিষ্ট্য সমাজসেবী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠানের ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, জেলা সংবাদিক সংস্থার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর কাউন্সিলর আতাউর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, দৈনিক কলম কথা ঠাকুরগাঁও সদর প্রতিনিধি মোঃ আল-আমিন সহ গণমাধ্যকর্মী, রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজের প্রতিনিধিরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেশের প্রথম সারির পত্রিকা। এই পত্রিকাটি দেশ ও জনগনের হয়ে কাজ করছে। আমরা চাই আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে পথ দেখাবে। পত্রিকাটি পরিচালনায় প্রকাশ ও সম্পাদকের দীর্ঘায়ু করার পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সফলতা কামনা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT