জাতির জনকের জন্মশতবার্ষিকী
নিজস্ব প্রতিনিধি
বুধবার দুপুর ০৩:৩৪, ১৭ মার্চ, ২০২১
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী
হোসাইন মোহাম্মদ দিদার
হে বঙ্গবন্ধু
তুমি বিন্দু থেকে সিন্ধু
শুনেছিলে জাতির ব্যথা
এনে দিয়েছিলে স্বাধীনতা
তাই তো তুমি জাতির পিতা।
একটাই কবিতা মোর
আজও তুমি অমর!


