গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ
শুক্রবার দুপুর ০৩:৩৩, ২৬ মার্চ, ২০২১
উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ গৌরীপুরে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে স্মৃতিসৌধ ‘বিজয় ৭১’ রে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরীপুর থানা, উপজেলা আওয়ামীলীগ, গৌরীপুর পৌরসভা, পৌর আওয়ামীলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, ছাত্রদল, গৌরীপুর প্রেসক্লাব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম, উদীচী গৌরীপুর, গৌরীপুর ছাত্র ইউনিয়ন, গৌরীপুর গণপাঠাগার, গৌরীপুর লেখক সংঘ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, এস.এস.সি-২০০০ ব্যাচসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ স্কাউট ও কাব স্কাউট দলের সদস্যরা অংশ গ্রহণ করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়।


