কোভিড-১৯ পরিস্থিতিতে সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ক সাঘাটায় এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা রবিবার দুপুর ০৩:৩১, ২৮ মার্চ, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে রোববার কোভিড-১৯ পরিস্থিতিতে সহিংসতার শিকার নারী ও মেয়ে শিশুদের অবস্থা এবং সহিংসতা প্রতিরোধ করণীয় বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর উক্ত এ্যাডভোকেসী কর্মশালায় সভাপতিত্ব করেন।
এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রকল্প ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় উক্ত এ্যাডভোকেসী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার লাভলী খাতুন, নিকাহ ও তালাক রেজিস্ট্রার নজরুল ইসলাম, রুবি, গোলাম রসুল প্রমুখ।
কর্মশালায় বক্তারা বাল্য বিবাহ, নারী নির্যাতন, সহিংসতার শিকার নারী ও মেয়ে শিশুদের অবস্থা এবং সহিংসতা প্রতিরোধ করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।