অগ্নিঝরা মার্চে কুষ্টিয়া সামাজিক উন্নয়ন সংস্থার ব্যতিক্রম আয়োজন
শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল
বৃহস্পতিবার দুপুর ০৩:২১, ১১ মার্চ, ২০২১
অগ্নিঝরা মার্চে মুক্তিযোদ্ধার চেতনাকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরতে ব্যাতিক্রম আয়োজন করেছে কুষ্টিয়া সামাজিক উন্নয়ন সংস্থা।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে, কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য শিক্ষা সফরের আয়োজন করে সংস্থাটি।
সংস্থাটি ১০ইমার্চ ও ১১ইমার্চ শিক্ষা সফরটি নিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার, মহাস্থানগড় ও যাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে আসে।
তরুণ সাংবাদিক সাকিব খান(জবস্ টিভি ও দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি) এর তত্ত্বাবধানে এসময় শিক্ষা সফরে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি নয়ন মিয়া, সুকান্ত চক্রবর্তী, আকাশ মিয়া, দেলোয়ার হোসেনসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এবং ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয় ও তিরছা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ।


