লোহাগড়ায় দিনব্যাপী পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ইকবাল হাসান রবিবার সকাল ০৭:৫৯, ১৯ জানুয়ারী, ২০২৫
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক মো. মহাসিন আলীর সঞ্চালনায় বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান (বাটু), নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান প্রমূখ। সভায় স্হানীয় সূধীজন, বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে দিনব্যাপী পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে। পিঠা-পুলির স্বাদ নিতে বিভিন্ন ষ্টলে ভীড় জমে উঠে।