ঢাকা (বিকাল ৫:৪৪) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মামলা নেননি ওসি, নির্যাতিত শিক্ষককে মামলার হুমকি

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার রাত ১০:০১, ১৯ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমানের বিরুদ্ধে একজন শিক্ষককে নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শহরের বাতেন খাঁর মোড় এলাকার একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কোচিং শিক্ষক নাসীম হেলালী। তার বাড়ি জেলা শহরের হেলালপুর এলাকায়।

 

এ বিষয়ে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক হেলালী অভিযোগ করে বলেন, জেলা শহরের হেলালপুরে অবস্থিত আমার কোচিং সেন্টারে দফায় দফায় গিয়ে চাঁদা দাবি ও মেয়েদের ইভটিজিং করে এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের লিডার সাইফুল্লাহ আল সিফাত, শিহাব আলীসহ তার সহযোগীরা। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ও ইভটিজিংয়ের প্রতিবাদ করলে গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে বাজার করে পৌর এলাকার বটতলাহাট থেকে বাড়ি ফেরার পথে ধাপাপাড়া এলাকায় পথরোধ করে আমার মটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় কিশোর গ্যাং সন্ত্রাসীরা। এ সময় প্রথমে মাওড়িপাড়া সুজা উদ্দিনের গলিতে ও পরে ধাপাপাড়া খড়ির ঘরের মধ্যে নিয়ে গিয়ে লাঠিসোটা, রড দিয়ে বেধড়ক মারধর করে। পরে পথচারী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

 

এ সময় তিনি অভিযোগ করে আরো বলেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান আমাকে প্রায় তিন ঘন্টা বসিয়ে রেখে ঘটনার বিবরণ শুনে মামলা নেয়ার জন্য সেকেন্ড অফিসারকে দিয়ে এন্ট্রি করিয়ে নেয়ার জন্য বললেও সেকেন্ড অফিসার পরদিন আসতে বলেন। পরে গতকাল সোমবার (১৮ আগস্ট) থানায় গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান এবং কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেয়ার হুমকি দেন। আর তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান কোচিং শিক্ষক নাসিম হেলালীসহ তার পরিবার।

 

এদিকে মামলা না নিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান। থানায় মামলা না নেয়ার কোন সুযোগ নেয় উল্লেখ করে তিনি জানান, বাদীর দেয়া এজাহারে ভুল ছিল। তা সংশোধন করে পরে দেয়ার জন্য বলা হলেও তারা আর যোগাযোগ করেননি।

 

তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT