ঢাকা (দুপুর ২:০১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের ককটেল বিষ্ফোরণ, আহত ২

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock সোমবার দুপুর ০৩:০০, ৪ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। রোববার (৩ নভেম্বর) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

 

ককটেল বিষ্ফোরণে আহত ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে সানাউল্লাহ (৩০) এবং একই এলাকার আব্দুল বাসের আলীর ছেলে তাসেম আলী।

 

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, জমি জায়গাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আলম ও বাবু মাস্টারের লোকজনের সাথে আগে থেকেই একটা বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুই পক্ষ ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে দুই জন আহত হন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সানাউল্লাহর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম গোলাম জাকারিয়া বলেন, ওই এলাকার কবরস্থানের সামান্য মাটিকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটালে আহতের এই ঘটনা ঘটে। তবে কয় জন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর মঙ্গলবার দুই পক্ষই ককটেল বিষ্ফোরণসহ একে অপরের বাড়ি ঘরে হামলা ভাংচুর চালায়। এ ঘটনায় থানায় দুই পক্ষই মামলা করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT