ঢাকা (বিকাল ৩:৫৮) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক ককটেল বিষ্ফোরণ, এলাকায় আতঙ্ক

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার সকাল ১০:২৪, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি এলাকার বসত বাড়ির পেছনের কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি কটটেল বিষ্ফোরণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে এই বিষ্ফোরণে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ভেঙ্গে গেছে কবরের সীমানা প্রাচীরের একাংশ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

 

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ ভোর রাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হয়েছে অন্তত ১৫ থেকে ২০ টি ককটেলের বিষ্ফোরণ ঘটেছে এখানে। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা এলাকার আল-আমিন এসব ককটেল এখানে মজুদ করেছে।

 

এলাকার আতিকুল ইসলাম বলেন, ভোর রাতে ককটেল বিষ্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। আতঙ্কে অনেকেই নিজ নিজ বাড়ী থেকে বেড়িয়ে পড়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। পরে কবরস্থনে গিয়ে দেখি সেখানে প্রচুর ধোঁয়া। আর কবরস্থানের যে পাশে ককটেল বিষ্ফোরিত হয়েছে সে পাশে থাকা একটি দেয়াল ভেঙ্গে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশেপাশের অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ২০ টি ককটেল বিষ্ফোরণ হয়েছে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিষ্ফোরিত হয়েছে। তবে কে বা কারা এই ককটেল মজুদকারী তা এখনো স্পষ্ট নই। তবে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT