ঢাকা (রাত ১:৩৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ার দিঘলিয়া ইউপির উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর ব্যাপক প্রচারণা

লোহাগড়ার দিঘলিয়া ইউপির উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর ব্যাপক প্রচারণা

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার দুপুর ০৩:২৩, ৫ মে, ২০১৮

লোহাগড়ার দিঘলিয়া ইউপির উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর ব্যাপক প্রচারণানড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যাপক গণসংযোগ ও পথসভা করছেন। জানা গেছে, নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলীর নেতৃত্বে নৌকা প্রতিকের প্রার্থী নীনা ইয়াছমিনের পক্ষে দিঘলিয়া বাজারে একটি মিছিল বের হয়। পরে লুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দির চত্বরে বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বণি আমীন, বিশিষ্ট সমাজসেবক মুক্ত রহমান, আসলাম হোসেন টুটুল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিঘলিয়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ করবার জন্যে তাঁর প্রতিনিধি হিসাবে নৌকা প্রতিক দিয়ে নীনা ইয়াছমিনকে পাঠিয়েছেন। নৌকা প্রতিকে ভোট দিয়ে নীনা ইয়াসমিনকে বিজয়ী করতে এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন। আগামী ১৫মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণায় নৌকা প্রতিকের প্রার্থী ব্যাপক সাড়া ফেলেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT