ঢাকা (সকাল ৭:৫৮) বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টরন্টোর পর্দায় শেষবার মেহজাবীনের ‘সাবা’

বিনোদন ২৩৬ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার সকাল ১১:৫২, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজের প্রথম ছবি ‘সাবা’ নিয়ে কানাডার টরন্টোতে আছেন মেহজাবীন চৌধুরী। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে লড়ছে মাকসুদ হোসেনের ছবিটি।

এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর ছবিটির দুটি প্রদর্শনী হয়েছে, তাতে দর্শকের দারুণ সমাগম দেখা গেছে। আজ শনিবার টরন্টোর পর্দায় শেষবার দেখা যাবে ‘সাবা’।
এ জন্য কানাডায় অবস্থিত বন্ধু ও ভক্তদের প্রদর্শনীতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী।

এই সফরে মেহজাবীনের সঙ্গে রয়েছেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন এবং সহশিল্পী মোস্তফা মন্‌ওয়ার। উৎসবটির পর্দা নামবে আগামীকাল।

‘সাবা’র মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন।

এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। শোনা যাচ্ছে, এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সাবা’।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT