মালয়েশিয়ায় রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গাইবেন কাজল আরিফ
মেঘনা নিউজ ডেস্ক বুধবার বেলা ১২:৪১, ৪ ডিসেম্বর, ২০২৪
আগামী ৮ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি নামে একটি ইভেন্ট। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এ আয়োজন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাচ্ছেন সংগীতশিল্পী কাজল আরিফ।
অনুষ্ঠানটিতে এ সংগীতশিল্পী ছাড়াও গান পরিবেশন করবেন সংগীতশিল্পী পুলক অধিকারী ও আসিয়া ইসলাম দোলা। এ ছাড়া অনুষ্ঠানে আরও থাকবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, আশনা হাবিব ভাবনা, প্রিয়াংকা জামান, মিম চৌধুরী প্রমুখ।
এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান।
কাজল আরিফ বলেন, দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রবাসী বাঙালিরা। এ অনুষ্ঠানটি মূলত তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই আয়োজন করা হয়েছে। দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত এই রেমিট্যান্স যোদ্ধাদের উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করতে পারব ভেবে বেশ ভালো লাগেছে।
এ আয়োজনে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। একই সঙ্গে সর্বোচ্চ রেমিন্ট্যাস পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে। এ অনুষ্ঠান আয়োজন করবে রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট। এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ড তৃতীয় আসর। প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।
উল্লেখ্য ২০১৩ সালে কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে তিনি নিয়মিত গান করছেন। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এর মধ্যে রয়েছে— ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।