ঢাকা (সকাল ১১:২২) রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে বেতনপ্রাপ্তদের অভিযোগ করার আহ্বান

MALASIYA cwa8h45t

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার সকাল ১১:৫৭, ২৪ জুন, ২০২৫

মালয়েশিয়ায় কাজ করা অভিবাসী শ্রমিক যারা কি না ১ হাজার ৭০০ রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) কম বেতন পান তাদের নিকটতম জনশক্তি বিভাগে (জেটি) অভিযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)। দেশটির স্থানীয় সময় সোমবার (২৩ জুন) এ পরামর্শ দেওয়া হয়।

এক বিবৃতিতে কেসুমা বলছে, যদি অভিযোগটি আদালত কর্তৃক বহাল থাকে তাহলে জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন ২০১১ এর ৪৪ ধারা অনুসারে নিয়োগকর্তাকে সরকার থেকে নির্ধারিত মজুরি পরিশোধ করার নির্দেশ দেওয়া যেতে পারে। এমনকি, নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা সকল পক্ষের মেনে চলা বাধ্যতামূলক বলে বিবৃতিতে বলা হয়।

গত শনিবার কয়েকটি গণমাধ্যম জানান, এক্সপ্রেস এবং এক্সক্লুশন বাস চালকরা প্রতি মাসে ৭০০ রিঙ্গিতের মতো বেতন পেয়েছিলেন। এমনকি কেউ কেউ মূল বেতনও পাননি।

ন্যূনতম মজুরি আদেশ ২০২৪ (পিজিএম ২০২৪) অনুসারে, নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান, যা প্রতি মাসে এক হাজার ৭০০ রিঙ্গিত।

কেসুমা বলছে, পিজিএম ২০২৪ এর বিধান মেনে না চলা নিয়োগকর্তাদের বিরুদ্ধে ৭৩২ এর ৪৩ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া যাবে। অপরাধের জন্য প্রতি কর্মচারীর জন্য ১০ হাজার রিঙ্গিত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। ক্রমাগত অপরাধের জন্য, দোষী সাব্যস্ত হওয়ার পরও অপরাধ অব্যাহত রাখলে প্রতিদিন অতিরিক্ত এক হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। পুনরাবৃত্তি অপরাধের জন্য ২০ হাজার রিঙ্গিত জরিমানা বা পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, কেসুমা বর্তমানে মালয়েশিয়ার শ্রম আইন সংস্কার পরিকল্পনা পর্যালোচনা করার জন্য বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে ২৮টি শ্রমসম্পর্কিত আইনের একটি বিস্তৃত অধ্যয়ন পরিচালনা করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT