ঢাকা (দুপুর ১:১৪) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ছাত্রলীগ নেতা রিয়াদকে গ্রেফতার: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার সন্ধ্যা ০৭:২৫, ২ জুলাই, ২০২৫

দাউদকান্দি মডেল থানা পুলিশ রিয়াদ হোসেন নামের এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

 

বিষয়টি নিশ্চিত করেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

 

জানা যায়, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনকে দোনারচর বরফকল সংলগ্ন এলাকা থেকে প্রথমে গ্রেফতার করে থানা পুলিশের একটি অভিযানভিত্তিক দল। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাইবাছাই করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার সংস্পৃক্ততা পায়। পরে তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

 

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ধৃত আসামীর বিরুদ্ধে বাবু হত্যা মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করি। বুধবার (২ জুলাই) দুপুরে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনকে কে গ্রেফতার দেখিয়ে পুলিশ হেফাজতে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। “

 

এদিকে এই ছাত্রলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে এজহারনানীয় আসামী না হওয়ার পরেও গ্রেফতার হওয়াতে তার অনুজ লিমন হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার নিজস্ব ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেন।

 

এছাড়াও মোস্তফা সোকন নামের একটি আইডি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করায় প্রতিবাদ জানিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT