ঢাকা (রাত ২:৫৯) শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মানবতার কল্যাণে কাজ করুন : ড. মারুফ হোসেন

বিএনপি ২১১৩ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার রাত ০৯:০৫, ৩ জুলাই, ২০২৫

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, মানবতার কল্যাণে কাজ করুন। বিএনপি একটি আর্ত মানবিক সংগঠন। জাতীয়তাবাদ মানেই হলো মানুষের কল্যাণে এগিয়ে থাকা। দেশের দুর্যোগে

মানুষের বিপদে দেশ ও দেশের মানুষের কল্যাণে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা কাজ করে। এটাই হল বিএনপির আদর্শ, এটাই হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, এটাই হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, ,এটাই হলো দেশ নায়ক তারেক রহমানের আদর্শ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতা হতে হলে সবার আগে মানুষের কল্যাণের চিন্তা করতে হবে।দুহাত বাড়িয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে। ন্যায়ের পথে থাকতে হবে।অন্যায় অবিচার দেখলে শক্ত হাতে প্রতিহত করতে হবে।

 

ড. মারুফ হোসেন বলেন, রাজনীতি মানে শোষণের ট্রেন্ড চালু করতে হবে তা নয়। রাজনীতি মানে হলে আপনার ভালোবাসা দিয়ে মানুষকে বুকে টেনে আনতে হবে। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারার প্রবণতা চালু হয়েছে। এই অর্জন আমাদেরকে ম্লান হতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লব মানেই হল গণতন্ত্র চর্চার নতুন পথ। নতুন এক বাংলাদেশ।

বৃহস্পতিবার ( ৩ জুলাই) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে ‘স্মৃতিতে জুলাই আগষ্ট’ সারা দেশব্যাপী বিএনপির রক্তদান কর্মসূচি উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তওফিক আহম্মেদ মীর, মো. আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। আলোচনা সভা শেষে নিজে রক্ত দিয়ে রক্তদান কর্মসূচি চালু করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT